স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে কমিউনিটি-বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) খাবার পানি সরবরাহ, স্যানিটেশন এবং ব্যাক্তিগত পরিচর্যা সেবা বিষয়ে 'অন লাইনে' দেশব্যাপী একটি দ্রত সমীক্ষা কার্যক্রম পরিচানা করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রশ্নপত্র তৈরি করে তা 'অন লাইনে' আপলোড করা হয়েছে। কমিউিনিটি ক্লিনিকের সংশ্লিষ্ট সদস্যের সাথে আলোচনা করে কমিউনিটি-বেইজড হেলথ কেয়ার সেবা দানকারীগণের (সিএইচসিপি) -এ প্রশ্নপত্রটি পূরণ করতে সর্বোচ্চ ১০ মিনিটি সময় লাগবে। নীচের প্রশ্নাবলী পূরণ করুন
DEVELOPED BY : SALSABIL IT LTD.